সব
চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ামী লীগের পদধারী তিন নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ২৭ মার্চ(বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিনিউটি সেন্টারে”একতা পরিবার” নামে এক সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে আওয়ামী লীগের এই তিন নেতাকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমীর শাহাজাহান চৌধুরী।
জামায়াতে যোগ দেওয়া তিন আওয়ামী লীগ নেতা হলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক, আমিরাবাদ ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের সক্রিয় সদস্য খোকন সুশীল, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের জারজ সন্তান বলে আখ্যা দেওয়া এবং কুত্তার বাচ্চা বলে সম্বোধন করা নুরুল ইসলাম এবং লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একই ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি তাজ উদ্দিন।
মন্তব্য