সব
সারাদেশে ধর্ষনের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের সংগঠন ( ব্লাড সিন্ডিকেট) এর আয়োজনে এক বিক্ষোভ মিছিল সমাবেশ ও অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মানেশ চন্দ্র সাহা, শিক্ষার্থী রেদুয়ান আহাম্মেদ, আশিকুর রহমান, ওমর ফারুক তামিম, বায়েজিদ হাসান ঝলক, সালেহীন খান তাহা, সোয়েব খান ইফতি প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্ষকদের কোন জাত-ধর্ম নেই। এরা যে দলেরই হোক না কেনো, এদের অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। না হয় দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে না। নয়তো আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।
মন্তব্য