সব
দূরপাল্লার যাত্রীদের কাছে খাবার বিক্রি করা মহাসড়কের হোটেল-রেস্তোরাঁগুলোকে ভ্যাটের আওতায় আনতে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এমন সিদ্ধান্তের কথা জানিয়ে গত রবিবার বিজ্ঞপ্তিতে দিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, সারা দেশের সব মহাসড়কে অবস্থিত হোটেল রেস্তোরাঁসমূহ ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না মর্মে সচেতন ভোক্তাগণ অনবরত অভিযোগ করছেন। মহাসড়কের রেস্তোরাঁগুলোতে ২৪ ঘণ্টা ব্যাবসায়িক কার্যক্রম চলে। অনেকে ভ্যাট আদায় করলেও সঠিকভাবে তা জমা দেন না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যথাযথভাবে ভ্যাট আদায়ে সম্প্রতি এনবিআর চেয়ারম্যান দেশের মহাসড়কের এসব হোটেল ও রেস্তোরাঁগুলোতে ইএফডি বা এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা দিয়েছেন বলে’ এতে বলা হয়। এর প্রেক্ষিতে এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে মাঠ পর্যায়ের সব কমিশনারদেরকে দেশের সব মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁসমূহে বাধ্যতামূলকভাবে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপন করে প্রতিদিনের
লেনদেন নিয়মিতভাবে মনিটর করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
ভোক্তাদের মহাসড়কের রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ নেওয়ার ‘জন্য এনবিআর বিশেষভাবে অনুরোধ করেছে। ভ্যাট চালান না নিলে ক্রেতারা যে ভ্যাট পরিশোধ করছেন, তা সরকারি কোষাগারে জমা হবে না। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এনবিআর রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন করদাতা চিহ্নিত ও ভ্যাটের হার পরিবর্তনের পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকানোর জন্য মাঠপর্যায়ে কঠোর নির্দেশনা দিয়েছে। প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রশিদ বিবেচনায় নিয়ে লটারির মাধ্যমে ভ্যাটদাতাদের পুরস্কার দেবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মন্তব্য