ঢাকা সকাল ১১:৪৪, বুধবার, ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
“নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু” দুর্গাপুরে খামারের পাহাড়াদার খুনের ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার মুক্তাগাছায় পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সেচ লাইসেন্স প্রদানের অভিযোগ সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে অবাধ ও সুষ্ঠু; গার্ডিয়ানকে ড. ইউনূস বনানীতে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় পলাতক ড্রাইভারকে গ্রেফতার করেছে ডিবি শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী মোঃ রাসেল হোসেনকে গ্রেফতার করেছে ডিবি একই পরিবারে ৭৯ জন পবিত্র কোরআনে হাফেজ! পল্লবী থানায় ঢুকে যুবকের হামলা, ওসিসহ আহত ৩ আটক ৪ ঝিনাইগাতী সমিতির কার্যালয়ে তালা! নেপথ্যে অর্থ আত্মসাৎ ঢাকা মহানগরীর নিরাপত্তায় ডিএমপি কর্তৃক ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা; ২৭ জন ডাকাতসহ গ্রেফতার ২৩৫, মামলা ৬৫ দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যে সড়ক সংস্কার শেষ হবে – উপদেষ্টা ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ইএফডি বসাবে এনবিআর ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হবে ; স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর গাজীপুরে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় মুজাহিদকে হত্যার হুমকি; প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন মাগুরায় ধর্ষণের শিকার শিশুর জন্য বিচার চাইলেন বিএমইউজে ঝিনাইগাতীতে ভুল তথ্যদিয়ে জমি জবরদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ দুই পুলিশ সার্জেন্টকে অর্থ পুরস্কার প্রদান করলেন ডিএমপি কমিশনার মব সৃষ্টি করলে ওখানেই গ্রেপ্তার ; তথ্য উপদেষ্টা বিএসএমএমইউতে দুদকের অভিযান রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ঢাকা মহনগরীর নিরাপত্তায় গত ২৪ ঘন্টায় ডিএমপি কর্তৃক ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা; গ্রেফতার ১৯৯, মামলা ৪৭ শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার মসিকের সাবেক প্যানেল মেয়রসহ গ্রেফতার-৫ জামায়াতের ইফতার মাহফিলে কাদের সিদ্দিকী সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করেছে র‌্যাব

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শনিবার, ১ মার্চ, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ 43 বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি। তাছাড়া ছোট-বড় যেকোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করেছে ডিবি।

শনিবার (১ মার্চ ২০২৫ খ্রি.) বেলা ১১:৩০ ঘটিকায় ডিএমপি মিডিয়া সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশে ডিবি কর্তৃক পরিকল্পিত কার্যক্রম সংক্রান্তে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ের শুরুতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বলেন, অগ্নিঝরা মার্চের প্রথম দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাদের সীমাহীন ত্যাগ ও দেশপ্রেমের বদৌলতে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম মাতৃভূমি। একইসাথে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের বীর শহিদ ও আহতদের যারা বুকের রক্ত দিয়ে আমাদেরকে একটি সম্ভাবনাময় নতুন বাংলাদেশ গড়ার বীজ বুনে দিয়েছেন। সে লক্ষ্যে তেজোদ্দীপ্ত হয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।

তিনি বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান সমাগত। এই পবিত্র মাসে নগরবাসীর নিরাপত্তা বিধানের জন্য ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। ডিবি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান। যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্যে থেকে অপরাধীদের সনাক্ত করবে।

তিনি আরো বলেন, রোজার সময় মানুষের কর্মযজ্ঞ বৃদ্ধি পায়। বিশেষ করে আর্থিক লেনদেন বেশি হয়। শপিংমল, ব্যাংক, বীমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাটসহ অন্যান্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি দূরের যাত্রা পথ বিশেষ করে বাসে কোন দুর্ঘটনা যাতে না ঘটে, সে লক্ষে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকেই ডিবির তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বলেন, আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে চুরি ছিনতাই ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশির ভাগের বয়স ১৫ থেকে ৩০ এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী সারাদেশে তৎপরতা বাড়িয়েছে। অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদের সহায়তা করছি। যা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের কাজ হচ্ছে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা। আমরা সে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। আশা করি কিছুদিনের মধ্যে আপনারা আরো ভালো অবস্থা দেখতে পাবেন। জনসাধারণের প্রতি আমাদের আহ্বান এখন ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কাজ কেউ করলে আমাদেরকে জানান। পাশাপাশি নাশকতা করতে পারে এমন কোন তথ্য থাকলে ডিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনাদের পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বলেন, গুরুত্বপূর্ণ মামলা তদন্ত থেকে আরম্ভ করে চিহ্নিত অপরাধীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে ডিবি বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে ইতোমধ্যে ডিবি কর্তৃক উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী, ডাকাত ও অভ্যাসগত অপরাধীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গুণগত মান বজায় রেখে এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় ডিবি কাজ করে থাকে। আমাদের কাজে যেমন স্বকীয়তা রয়েছে, তেমনি নিশ্চিত করা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। আমরা যেমন সাধারণ মানুষের ভরসার আশ্রয়স্থল হতে চাই, তেমনি অপরাধীদের জন্য হতে চাই আতঙ্ক। সে মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়। তাই যে কোন অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে ডিবির নিয়মিত অভিযান অব্যহত রয়েছে। সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী অভিযান। চিহ্নিত সন্ত্রাসী হোক বা যেকোনো অপরাধীই হোক ডিবির জালে তাদের ধরা পরতেই হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দিবো না।

তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দেগী করতে পারেন সেজন্য ডিবির কার্যক্রম আরো বেগবান করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি নগরবাসী এসময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন। যেকোনো প্রয়োজনে ডিবি আপনাদের পাশে রয়েছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মোতাবেক নগরবাসীর শান্তি শৃংখলা রক্ষায় আত্মনিয়োগ করবো। এ দেশ আপনার আমার সকলের। দেশে শান্তি থাকলে শান্তি থাকবে জনমনে। দেশকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এ সময় যুগ্ম পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, বিপিএম-সেবা; যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া; যুগ্ম পুলিশ কমিশনার, (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ) সৈয়দ হারুন অর রশীদ বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
“নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু” দুর্গাপুরে খামারের পাহাড়াদার খুনের ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার মুক্তাগাছায় পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সেচ লাইসেন্স প্রদানের অভিযোগ সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে অবাধ ও সুষ্ঠু; গার্ডিয়ানকে ড. ইউনূস বনানীতে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় পলাতক ড্রাইভারকে গ্রেফতার করেছে ডিবি শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী মোঃ রাসেল হোসেনকে গ্রেফতার করেছে ডিবি একই পরিবারে ৭৯ জন পবিত্র কোরআনে হাফেজ! পল্লবী থানায় ঢুকে যুবকের হামলা, ওসিসহ আহত ৩ আটক ৪ ঝিনাইগাতী সমিতির কার্যালয়ে তালা! নেপথ্যে অর্থ আত্মসাৎ ঢাকা মহানগরীর নিরাপত্তায় ডিএমপি কর্তৃক ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা; ২৭ জন ডাকাতসহ গ্রেফতার ২৩৫, মামলা ৬৫ দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যে সড়ক সংস্কার শেষ হবে – উপদেষ্টা ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ইএফডি বসাবে এনবিআর ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হবে ; স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর গাজীপুরে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় মুজাহিদকে হত্যার হুমকি; প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন মাগুরায় ধর্ষণের শিকার শিশুর জন্য বিচার চাইলেন বিএমইউজে ঝিনাইগাতীতে ভুল তথ্যদিয়ে জমি জবরদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ দুই পুলিশ সার্জেন্টকে অর্থ পুরস্কার প্রদান করলেন ডিএমপি কমিশনার মব সৃষ্টি করলে ওখানেই গ্রেপ্তার ; তথ্য উপদেষ্টা বিএসএমএমইউতে দুদকের অভিযান রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ঢাকা মহনগরীর নিরাপত্তায় গত ২৪ ঘন্টায় ডিএমপি কর্তৃক ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা; গ্রেফতার ১৯৯, মামলা ৪৭ শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার মসিকের সাবেক প্যানেল মেয়রসহ গ্রেফতার-৫ জামায়াতের ইফতার মাহফিলে কাদের সিদ্দিকী সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করেছে র‌্যাব