সব
Oplus_131072
নেত্রকোনার দুর্গাপুরে ঝানজাইল প্রিমিয়ার ক্রিকেট লীগ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
ঝানজাইল চন্ডাল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
ফাইনালে বাংলা টাইগার সি এ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুর্গাপুর এলিভেন । টসে জিতে আগে ব্যাটিং করা দুর্গাপুর এলিভেন ২০ ওভারে ১৬৩ রান করে । জবাবে খেলতে নেমে বাংলা টাইগার সি এ ১২৫ রান করে আল আউট হয়৷ ফলে ৩৮ রানে জয় পায় দুর্গাপুর এলিভেন। টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করেছিলো।
খেলা শেষে বিকেলে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ । ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দুর্গাপুর এলিভেন এর মিল্টন।
পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান, দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গণি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহবায়ক রাতুল খান রুদ্র, দুর্গাপুর এলিভেন এর টিম ম্যানেজার মাসুম বিল্লাহ অভি সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ৷
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমীদের আরও অনুপ্রাণিত করবে, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
চ্যাম্পিয়ন দল দুর্গাপুর এলিভেন বিকেলে দুর্গাপুর উপজেলায় বিজয় মিছিল করে এবং রাতে প্রতিভা কোচিং হোমে আনন্দ উৎসব করে।
মন্তব্য