সব
দেশিয় অস্ত্র নিয়ে রাস্তার দুই পাশের বাসাবাড়িতে এলোপাতাড়ি কোপাচ্ছে ও জিনিসপত্র ভাঙচুর করছে ৩০ থেকে ৪০ জনের একদল কিশোর।
তারা রাস্তার আশপাশের বাড়িঘরের দেয়াল, বারান্দা, জানালা-দরজা, বাতি, সিসিটিভি ক্যামেরা, মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করছে।
ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডের বেশ কিছু সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য ধরা পড়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কয়েক দফায় হামলা-ভাঙচুর করার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভাঙচুরের চিহ্ন ছড়িয়ে আছে এলাকাজুড়ে। বাড়ির গেট, বারান্দা, টিনের দেয়াল, জানালার গ্লাস, সিসিটিভি ক্যামেরায় ভাঙচুরের ক্ষতচিহ্ন।
স্থানীয়রা জানান, নগরীর হরিকিশোর রায় রোডের শিশু একাডেমি মাঠ থেকেই মূলত ঘটনার সূত্রপাত। সন্ধ্যার আগে সেখানে কিশোরদের একটি দল বসে আড্ডা দিচ্ছিল।
এ সময় কিশোরদের আরেকটি দল সেখানে গিয়ে বসার জায়গা ছেড়ে দিতে বলে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মাঝে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই জেরে কিছুক্ষণ পর দলবল নিয়ে বাসার গলিতে হামলা করে অপর একদল কিশোর। এ সময় ১৫টি বাড়ি ও ২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, টেবিলে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এসব হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। হামলার সঙ্গে জড়িত কিশোর দলের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
মন্তব্য