সব
Oplus_131072
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় ক্ষুদে শিক্ষার্থীদের বিদ্যাপিঠ দি চাইল্ড লার্নিং হোমস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় চত্বরে আনন্দঘন পরিবেশে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও পরে জাতীয় সংগীত শেষে মশাল প্রজ্জলনের মধ্যদিয়ে গানে গানে মুখরিত ডিসপ্লে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা দৌড়, লংজাম, হাইজাম, , ব্যাঙের লড়াই, মোরগের লড়াই, বিস্কুট খেলা এবং যেমন খুশি তেমন সাজোসহ ১৪টি ইভেন্টে অংশগ্রহণ করে।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ফকির, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান কলি, প্রবাসী মাহফুজুল হক,ক্রীড়া শিক্ষক তোফায়েল হোসেন শিমুল। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক , সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য