সব
কর্মস্থল থেকে ছুটিতে নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের পিতা রফিকুল ইসলাম।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বাজারে দিকে যান শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে ৬টা ২০ মিনিটের দিকে পৌর শহরের পান মহল সংলগ্ন একটি গলি সড়কে অজ্ঞাতনামা ৫/৬ জন দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে দুই হাত,পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাঁটা রক্তাক্ত জখম করে। অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ধারালো অস্ত্রের আঘাতে শফিকুল ইসলাম এর ডান পায়ের গুড়ালীর অংশ আলাদা হইয়া যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়,শফিকুল ইসলাম জামালপুরে বেতার এ উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। তবে ৯ জানুয়ারি সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। রাত ৯ টার দিকে সেখানে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে আলামত হিসেবে সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান,ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম অভিযান করছে।
এদিকে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার। পরে এদিন বিকেলে নিহতের বাড়ি চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে যান এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জানাজায় অংশ নেন তারা।
মন্তব্য