সব
ময়মনসিংহে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে দিনব্যাপী কেন্দ্রীয় সীরাতুন্নবী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ১০ টার দিকে আঞ্জুমান ঈদগাহ ময়দানে এ সম্মেলনের উদ্বোধন করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী। সকাল ১০টা থেকে শুরু হওয়া সীরাতুন্নবী সম্মেলন মধ্যরাত পর্যন্ত চলবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ময়মনসিংহ জেলার সভাপতি মুফতী মহিবুল্লাহ, মজলিসে শূরা সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল হাই রাহমানী, মজলিসে শূরা সদস্য মাওলানা এমদাদুল হক, মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল হক, মাওলানা জিয়া উদ্দীন।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত আছেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী মজলিসে আমেলার সিনিয়র-সহ সভাপতি মাওলানা মুফতী আহমদ আলী, মাওলানা দিলাওয়ার হোসাইন, মাওলানা আনওয়ারুল হক, মাওলানা যাকারিয়া, মাওলানা শাব্বির আহমাদ রশিদ।
সম্মেলনে বয়ান পেশ করবেন, মাওলানা মুফতী হাবীবুর রহমান খায়রাবাদী, শায়খ আবু ওবায়দা মোহাম্মদ ওমর খাজির, হযরত মাওলানা মাহমুদুল হাসান, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা মুনির কাসেমী, মাওলানা শরীফ মুহাম্মদ,আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।
এসময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ বিন হাফিজি,ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ময়মনসিংহ সদর উপজেলার সভাপতি মুফতী গোলাম মাওলানা ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ্ সুবহানী,মুফতী ফারুক আহমাদ জাওহারীসহ প্রমুখ।
মন্তব্য