সব
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শকিকুল ইসলাম ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন।
সোমবার (২১ অক্টোবর ) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তার হাতে এ ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আজিজুল ইসলাম। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, ভালো কাজের মূল্যায়ন হিসেবে পুরষ্কারটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার এ থানার সবাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে কোতোয়ালী এলাকায় সব ধরণের অপরাধ কমিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করে যাবো ও অপরাধ দমনে কঠোর হব।
মন্তব্য