সব
চরপাড়া মোড় এলাকার ফুটপাত দখল করা অবৈধ দোকান উচ্ছেদ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমান আদালত।
আজ বেলা ১২ টায় পরিচালিত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা প্রায় ৩০ টি দোকান উচ্ছেদ করা হয়।
এছাড়াও এ অভিযানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা চরপাড়ার দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মোট ১০ হাজার টাকা জরিমানা করেন এবং রাস্তা দখল করে অসচেতন পার্কিং এর জন্য দুই মোটরসাইকেল মালিককে মোট ১ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য