সব
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ছাত্র আন্দোলন, ফুলবাড়ীয়ার দেওখোলা ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সামনে দুই পক্ষের সহিংসতায় প্রাণ যায় নিরীহ আক্তার উল আলম শুভ’র সংবাদসহ সাবেক এমপি আব্দুল মালেক সরকারের অনিয়ম দুর্নীতি ও এমপি/মন্ত্রীরাইত ক্যাডার পালবে এমন ফোন রেকর্ড প্রচার করায় গত ২২ জুলাই রাত অনুমান ১১ টায় সাংবাদিক মোশারফ হোসেন শুভকে ফুলবাড়ীয়া-ময়মনসিংহ মহাসড়কের উপর জিন্না হলের সামনে হত্যার উদেশ্যে দুর্বৃত্তরা হামলা করে।
এ ব্যাপারে সাবেক এমপি’র ছেলে এহসানুল আহমেদ রিফাত, মৃত হাসুন মন্ডলের ছেলে এজিদুল হক, মৃত আবদুস সাত্তার মাস্টারের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ, মোঃ বাবুলের ছেলে মোঃ মাহবুবুল আলম রাকিব ও গেদা মিয়ার ছেলে মোঃ আলমাছসহ ৬/৭ জনকে আসামী করে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৯। তারিখ ২২/০৮/২০২৪ইং।
মামলায় উল্লেখ করেন, ঢাকায় অবস্থানরত এহসানুল আহমেদ রিফাত সরকারের হুকুমে প্রথমে এজিদুল হক ও জাহাঙ্গীর আলম আকন্দ পিস্তল ঠেকিয়ে পথ রোধ করে।
আলমাছ, মোঃ মাহবুবুল আলম রাকিব সহ অজ্ঞাতনামা ৬/৭ জন ধারালো খুর, সুইচ গিয়ার চাকু ও চাপাতি দিয়ে বে-আইনী জনতাবদ্ধে হয়ে হত্যার উদ্দেশ্যে অর্তকিতভাবে এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম করে।
পরে প্যান্টের পকেটে থাকা নগদ-৮০ হাজার টাকা নিয়ে নেয়। পকেটে থাকা এন্ড্রয়েট মোবাইল ফোন পারাইয়ে ভাঙ্গে ফেলে। সাথে থাকা একটি পেন-ড্রাইভ যাহাতে ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়ম দূর্নীতির তথ্য চিত্র সম্ভলিত সাক্ষাৎকার ও চাঞ্চল্যকর শুভ হত্যার স্থানীয় জনতার সাক্ষাৎকার সহ গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র রয়েছে, যাহা আসামীরা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে মোশারফ হোসেন শুভ বলেন, আসামীরা এলাকায় ঘোরাফেরা করছে। অতি দ্রুত গ্রেফতার ও সঠিক বিচার চাই।
বিষয়টি নিয়ে ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন মামলা এফআইয়ার হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
মন্তব্য