সব
ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও অংশ নেয়।
বুধবার (২১ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রেসক্লাব মোড়ে গণমাধ্যমকর্মীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারের সঞ্চালনায়, প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে অন্যান্য সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন, এস এম রফিকুল ইসলাম রফিক, তোবারক হোসেন খোকন, ধ্রæব সরকার, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, ডাঃ কামরুল ইসলাম, কালিদাস সাহা বাবু, আবিদ হাসান বাপ্পি, রিফাত আহমেদ রাসেল, সুমন রায়, নাজমুল হুদা সারোয়ার, দিলওয়ার হোসেন তালুকদার, রাজেশ গৌড়, পলাশ সাহা, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, জাহিদ হাসান, কালের কণ্ঠের সাংবাদিক আল নোমান শান্ত প্রমুখ।
গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এই ধরনের হামলা মেনে নেওয়া যায় না। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে
কঠোর শাস্তি দেওয়ার আহŸান জানাই। সেই সাথে দুর্গাপুর সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মন্তব্য