সব
ময়মনসিংহের ৭নং চর নিলক্ষিয়া ইউপিতে নির্বাচনী হাওয়া || ইউপি সদস্য প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষিয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিজয়নগর মধ্যপাড়া জামে মসজিদ মাঠে ইউপি সদস্য প্রার্থী মোঃ সিরাজুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর প্রার্থীর আয়োজনে স্থানীয় মুরুব্বি জৈনদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও কাওসারের সঞ্চালনায় মতবিনিময় সভায় ইউপি সদস্য প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সমর্থন ও ভোট প্রত্যাশা কর সকলের পাশে থাকার অঙ্গিকার করেন।
এসময় ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসাইন প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে সকলে সমর্থন, দোয়া ও ভোট প্রত্যাশা করেন।
এছাড়াও স্থানীয় হুমায়ুন কবির সরকার, আওয়ামী লীগ নেতা আলাল, রুহুল আমিন, আবুল হাসিম, আব্দুল জলিল, তাইজ উদ্দিন, আলহাজ্ব আহাম্মদ আলী, সোলাইমানসহ স্থানীয় গণ্যমান্যব্যাক্তিবর্গ ইউপি সদস্য প্রার্থী সিরাজুল ইসলামকে সমর্থন করে বিজয়ী করার লক্ষ্যে সকলের সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত শতশত জনতা ইউপি সদস্য প্রার্থী সিরাজুল ইসলামকে সমর্থন করে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করার আসস্ত করেন।
মন্তব্য