সব
ময়মনসিংহ জেলা পুলিশের নির্দেশনায় ট্রাফিক বিভাগ, কোতোয়ালী থানাসহ ১,২,৩, নং পুলিশ ফাঁড়ি ডিবি পুলিশের যৌথ ও পৃথক অভিযানে বুধবার দিনের বিভিন্ন সময়ে একাধিক স্থানে মোটরসাইকেলের কাগজপত্র, হেলমেট, ক্রুটি চেক করে রেকার বিলে ১লাখ ৫২ হাজার টাকার জরিমানা রাজস্ব আদায় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম ট্রাফিক বিভাগ ময়মনসিংহের নেতৃত্বে আবুল মনসুর সড়ক ব্যাটবল মোড়ে শতাধিক মোটরসাইকেল আটক করা হয়। এসময় ডিবি পুলিশের ইনচার্জ ফারুক হোসেন সহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফোর্স মোটরসাইকেলের কাগজ, হেলমেট, বেপরোয়া গতি শব্দ দূষণ ইত্যাদি ক্রুটি চেক করে ৯০ হাজার টাকা জরিমানা করে রাজস্ব আদায় করেন।
বুধবার বিকালে আবুল মনসুর সড়ক, ব্যাটবল মোড়,
পার্কের মোটরসাইকেল আটক অভিযানে উপস্থিত ছিলেন টিআই আবু নাসের মোহাম্মদ জহির, মাহাবুবুর রহমান, সিনিয়র সার্জেন এস এম শওকত হোসেন প্রমুখ।
একই দিনে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন এর তদারকিতে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন এর নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন বিভিন্ন মোটরসাইকেলের ক্রুটি থেকে ১০ হাজার, ১নং পুলিশ ফাঁড়ীর মোড়ে ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম ৩৫ হাজার টাকা, ২নং পুলিশ ফাঁড়ীর অফিসার ফোর্স ট্রাফিক বিভাগের ৯০ হাজার টাকা জরিমানা কাজে সহায়তা করেন, ৩নং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মারফত আলী চরপাড়া মোড়ে ১৭ হাজার টাকা জরিমানা করে রাজস্ব আদায় করে।
নগরীতে বেপরোয়া গতিতে মটরসাইকেল চালানো, হেলমেট বিহীন, নাম্বার প্লেট বিহীন, স্যালেন্সার পাইপ কাটা, বিকট শব্দ, অপ্রাপ্ত বয়স্ক, ড্রাইভিং লাইসেন্স না থাকা, রেজিস্ট্রেশন বিহীন, গাড়ীর কাগজপত্রে ক্রুটি এসব মোটরসাইকেল চালকদের জরিমানা করে ১লাখ ৫২ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়।
জেলা পুলিশের নির্দেশনায় এই অভিযান নিয়মিত চলবে বলে ট্রাফিক বিভাগ ও কোতোয়ালী থানা পুলিশ নিশ্চিত করেছেন।
মন্তব্য