সব
রক্তেভেজা অমর একুশে ফেব্রুয়ারি। মহান ‘‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে।শেরপুরে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে মহান ‘‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’ পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির রাত ১২.০১ মিনিটে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর সদর-১আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি।এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ১৯৫২ ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল খায়রুম।পরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার। বাংলাদেশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১৯৫২ ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা শেরপুর। জেলা পরিষদের পক্ষ থেকে বাঙ্গালি জাতি ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির রুমান। পৌরসভার পক্ষ থেকে বাঙ্গালি জাতি ভাষা আন্দোলনের বুকের তাজা রক্ত ঝরানো সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে মায়ের মুখে বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়া সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। সদর থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এমদাদুল হক। বাংলা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর প্রেসক্লাব,স্কুল, কলেজ , মানবাধিকার সংস্থা “আমাদের আইন”সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
মন্তব্য