সব
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ নগরীর পৃথক এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
কোতায়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন বলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশে ময়মনসিংহ ও সদর এলাকায় আইন শৃংখলা নিয়ন্ত্রণ রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ৫ জনকে গ্রেফতার করে কোতোয়ালী পুলিশ।
তার মধ্যে এসআই ফারুক আহমেদের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া মোড় হতে চুরি মামলার আসামী মোঃ মাসুম (৩২) ও আমির হামজা (২৫)কে গ্রেফতার করে। এএসআই ওমর ফারুকের নেতৃত্বে অন্যান্য মামলার আসামী রতন মিয়া (২৪)কে গ্রেফতার করে। এ ছাড়াও কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে এএসআই ফরহাদ উদ্দিন ও এএসআই আশরাফুল আলম শান্ত ২টি গ্রেফতারী পরোয়াননা তামিল করে। প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মন্তব্য