সব
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত ও পলাতক আসামি গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই রুবেল মিয়া, ১নং ফাড়ি, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে স্টেশন মালগুদাম এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী মোঃ শহিদ মিয়া, মোঃ সাব্বির হাসান, এসআই মাসুদ জামালী, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মধ্য বাড়েরা মজিদ মার্কেট এলাকা থেকে চুরি মামলার আসামী ফরহাদ হোসেন, এএসআই জিএম নুরে আলম, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে চর খরিচা থেকে জুয়াড়ী মোঃ বাছেদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ কাজল মিয়া, মোঃ জহিরুল ইসলাম, মোঃ নাঈম, শ্রী শ্যামল রায়, মোঃ কামাল উদ্দিনকে জুয়ার সামগ্রী সহ গ্রেফতার করে। এসআই কামরুল হাসান, ৩নং ফাড়ি, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাওয়ার স্টেশন এলাকা থেকে অন্যান্য মামলার আসামী জয়নাল, সজিব, এসআই ফারুক আহমেদ, ১নং ফাড়ি, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে বাঘমারা মোড় থেকে অন্যান্য মামলার আসামী খোরশেদুর জামান রাহিম, লালন, এএসআই মাহমুদুল হাসান ৩নং ফাড়ি, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে গন্দ্রপা উত্তরপাড়া লাল ব্রীজের উপর থেকে অন্যান্য মামলার আসামী জোনায়েদ ও জেসানকে গ্রেফতার করেন।
এছাড়া এসআই রুবেল মিয়া, এসআই হারুনুর রশিদ এবং এএসআই সাইফুল ইসলাম পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, লাইলী খাতুন, আলমগীর হোসেন ও মোঃ সুমন ভূইয়া। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।
মন্তব্য