সব
ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি ব্যবস্থাপনায় ই-নামজারিতে জন ভোগান্তি চরমে । নিয়মিত পাচ্ছেন না ভূমি সেবা!
বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) তারিখে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বোররচর ইউনিয়ন ভূমি অফিসে সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত অফিসের রুমে তালা ঝুলছে, কিন্তু দিনটি কোন সরকারি ছুটির দিন নয়। তাহলে কেন বন্ধ রয়েছে ময়মনসিংহ সদর উপজেলা বোররচর ইউনিয়ন ভূমি অফিস! এমন প্রশ্ন জনমনে!
স্থানীয় সূত্র জানা যায়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নুরুল আমিন নিয়মিত আসেন না অফিসে, সাপ্তাহে অফিস করেন মাত্র ১ থেকে ২ দিন। এতে ভোগান্তির শিকার বোররচর ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা জনগণ।
খলিলুর রহমান নামের একজন ভুক্তভোগী বলেন, তার মায়ের চিকিৎসার জন্যে ০৪ শতাংশ জমি বিক্রি করেন, কিন্তু দলিল রেজিস্ট্রেশন করার জন্যে লাগবে খাজনা রশিদ, পরে তিনি অনলাইনে নাগরিক কণারে খাজনার জন্য আবেদন করেন, অনুমোদন এর জন্য তিনদিন ধরে আসছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নুরুল আমিন এর কাছে, কিন্তু অফিসেই আসছেন না তিনি। ফোনেও পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ভুক্তভোগী বলেন, আমারা মিউটেশন, নামজারিও করতে পারছি না, এতে সমস্যা হচ্ছে আমাদের। জানা গেছে, এর আগে নায়েব নুরুল আমিন সদর উপজেলার ভাবখালী ও ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বে থেকে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত ছিলেন। সেবা প্রার্থীদের কাছ থেকে নিয়েছিলেন ঘুষ! করেছিলেন হয়রানি। এসব অভিযোগের বিষয়ে এখনো স্হানীয় এলাকায় রয়েছে ব্যাপক জনশ্রুতি! ঘুষ বানিজ্য, হয়রানি থেকে বাচতে স্হানীয় জনগণ উপজেলা চেয়ারম্যান কেও অবগত করেছি লেন, পরবর্তীতে নায়েব নুরুল আমিন, বোরচরে বদলি হন, সেখানেও তিনি একই অপকর্ম করে করে বেড়াচ্ছেন বলে স্হানীয়দের অভিযোগ।
এ বিষয়ে নায়েব নুরুল আমিন এর সাথে একাধিক বার যোগাযোগ এর চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য