সব
ময়মনসিংহে অসহায় হতদরিদ্র মোঃ আব্দুল লতিফ (৫০) পিতা জোবেদ আলি গ্রাম চরকালিবাড়ী থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহকে তাঁর পরিবারের উপার্জনের জন্য এই অটোরিক্সা দিলেন পুলিশ সুপার মাছুম আহমদ ভূঞা।
শনিবার সন্ধ্যা রাতে কোতোয়ালী থানার অফিসার সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে কোতোয়ালী থানা পুলিশের সকলের সহায়তায় পুলিশ সুপারের মানবিকতায় একটি পরিবারকে আয়ের উৎস হিসেবে সংসারিক উপার্জনের চলার পথ করে দিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) সর্বাধিক সহযোগিতা করেছেন বলে জানা যায়।
উল্লেখ্য দরিদ্র মোঃ আব্দুল লতিফ এর রিক্সাটি কিছুদিন পূর্বে কে বা কাহারবা নিয়ে যায় এর পর থেকে তিনি অনাহারে দিনাতিপাত করছিলেন এ সংবাদ ওসি শাহ কামাল আকন্দ জানতে পেরে পুলিশ সুপারের মানবিক নির্দেশনায় অসহায় হতদরিদ্র মোঃ আব্দুল লতিফ এর পরিবারের খোঁজ খবর নিয়ে খেয়ে পড়ে বেচেঁ থাকার জন্য থানা পুলিশের সকলের সহায়তায় এ অটোরিক্সা তুলে দেওয়া হয়।
মন্তব্য