নান্দাইলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় ২৮টি ছাগল বিতরণ
রফিকুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।। আপডেটঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৯:২০ অপরাহ্ণ 208 বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও সেবা ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গল বার(০১আগস্ট)চন্ডীপাশা ইউনিয়নের প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন স্কুল মাঠে ১৪ জন হতদরিদ্র নারী পুরুষের মাঝে ২৮টি ছাগল আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।উক্ত ছাগল বিতরণ অনুষ্টানে সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউসুফ আকন্দ মজিবুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও ৪নং চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া,এছাড়াও উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম,নান্দাইল উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন,মাওলানা আবুল হাসেম,বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম,নান্দাইল সেবা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আকন্দ সহ প্রমুখ।
এসময় উপকারভোগী সহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রানিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য