সব
সাতক্ষীরা জেলার কলারোয়া থানা পুলিশের অভিযানে ৫০০গ্রাম গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে।
থানার অফিসার্স ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স বুধবার(২৮ জুন) থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গাঁজাসহ আসামীদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন হজরত আলীর স্ত্রী মালেকা বেগম (৫০), আব্দুল আলিম গাজীর স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮), মৃত জবেদ আলী গাজীর ছেলে মোঃ আব্দুল আলীম গাজী (৫৫), হজরত আলী গাজীর ছেলে মোঃ রবিউল ইসলাম গাজী (২৪) ও মৃত মোসলেম গাজীর ছেলে মোঃ নুর হোসেন পচা (৪৩)। সকলের বাড়ি কলারোয়া উপজেলার তুলশিডাঙ্গা গ্রামে।
এছাড়া গ্রেপ্তার হাতেম আলীর ছেলে মোঃ গফুর কাগজি (৪৬ বাড়ি কলারোয়ার বৈদ্যপুর গ্রামে। এ ব্যাপারে কলারোয়া থানার মামলা নং-৩১, তাং-২৮/০৬/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য