সব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৈরী প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তিনি নিজেই জনগণের কথা ভেবে এই প্রতিষ্ঠান তৈরী করেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও জোরদার করছেন।
শনিবার (১৫ এপ্রিল) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে উপজেলার টিসিবি পণ্য বিতরণ ও উপকারভোগিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এসব কথা গুলি বলছিলেন।
তিনি আরও বলেন কার্ডধারী সকলেই টিসিবির পণ্য পাবেন এবং কাগজের কার্ডের পরিবর্তে ডিজিটাল কার্ড তৈরী হবে।
শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার মোঃ আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার এনডিসি বাপ্পী দত্ত, পিপি ও শ্যামনগর সদর ইউপির চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু, টিসিবি খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ প্রমুখ।
অনুষ্ঠানে এক হাজার চুয়াল্লিশ জন উপকারভোগির মধ্যে টিসিবি পণ্য ডাল, তৈল ও চিনি বিতরণ করা হয়।
মন্তব্য