সব
সিরাজগঞ্জের সদরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যেরা।
শুক্রবার (৪ নভেম্বর) রাতে উপজেলার কান্দাপাড়া গ্রামের সামাদ বিড়ি ফ্যাক্টরির পেছনে এ অভিযান চালানো হয়। আটককৃত আসামী জেলার সদর উপজেলার কল্যাণী উওরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রনি শেখ (২৩)।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার মো. আবুল হোসেন সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ রনিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সম্পর্কিত থাকার দায় স্বীকার করেছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের শেষে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য