সব
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন নৃত্য ও যাত্রা অভিনয় শিল্পী রুপা। ময়মনসিংহ নগরীর কালীবাড়ি বেড়ীবাঁধ এলাকায় নিজ দায়িত্বে ও নিজ উদ্যোগে তিনি নিম্নআয়ের ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে নৃত্যশিল্পী রুপা বলেন,
“আল্লাহ আমাকে যা দিয়েছেন, তার থেকে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে পারলে ভালো লাগে।
আমি মনে করি, শীতের এই সময়টাতে যাদের যোগ্যতা আছে, তাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত।”
স্থানীয় বাসিন্দারা জানান, শীতের এই কনকনে ঠান্ডায় এমন উদ্যোগ দরিদ্র মানুষের জন্য বড় স্বস্তির। শিশু, বৃদ্ধ ও ছিন্নমূল মানুষরা শীতবস্ত্র পেয়ে উপকৃত হয়েছেন।
মানবিক কাজে নৃত্যশিল্পী রুপার এই উদ্যোগ সমাজের সর্বস্তরের মানুষের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।
মন্তব্য