সব
দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসন থেকে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় নবাবগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার কার্যলয়ে ইউএনও জিল্লুর রহমানের কাছ থেকে ডা.জাহিদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারি নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা কু করে রেখেছিল। দেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যাত্রা শুরু করেছে। ভালো লাগছে এভাবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র উঠাতে পেরে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি আতিকুর ইসলাম রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা।
মন্তব্য