সব
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ছোট মালিঝিকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের সহিজল গংদের হামলায় এক পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় বসতঘর ভাঙচুর, স্বর্ণালংকার,নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, বাদী সাইফুল ইসলাম ও বিবাদীপক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে দায়ের করা ১৪৪ ধারার মামলায় রায় বাদীর পক্ষে আসে। অভিযোগ অনুযায়ী,বৃহস্পতিবার দুপুরে বাদীপক্ষের বাড়িতে ঘর নির্মাণের জন্য মাটি কাটার সময় বিবাদীপক্ষের প্রায় ২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে গিয়ে গালিগালাজ ও হামলা চালায়।
এ সময় বাদীর বড় ভাইসহ পরিবারের একাধিক সদস্যকে মারধর করা হয়। বাদী সাইফুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। হামলায় বাদীর চাচা,মা, বোনসহ কমপক্ষে পাঁচজন আহত হন। অভিযোগে বলা হয়েছে,বিবাদীপক্ষের একজন লোহার শাবল দিয়ে বাদীর চাচাকে আঘাত করে গুরুতর জখম করে এবং আরেকজন ধারালো দা দিয়ে বাদীর এক আত্মীয়কে কোপায়। বাদীর মায়ের হাতেও আঘাত লাগে।
হামলার এক পর্যায়ে বাদীর বোনের গলায় থাকা স্বর্ণের চেইন লুটে নেওয়া হয়। এছাড়া বসতঘর ভাঙচুর করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা, আসবাবপত্র,টিভি,ধান ও চালসহ প্রায় ১ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ আছে।
আহতদের মধ্যে বাদী ও পরিবারের কয়েকজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুইজনকে শেরপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযোগে বলা হয়েছে, ঘটনার পর বিবাদীপক্ষ চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দেয়।
এদিকে বিবাদীপক্ষও থানায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন,উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য