সব
ময়মনসিংহে পুলিশের গ্রেপ্তার অভিযান চলাকালে নিজ বাসার দোতলা থেকে লাফিয়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু।
জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় তার বাসায় কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই কাজী শিপলু গনমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাদের বাসার কলাপসিবল গেটে নক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে রাজু দোতলার ছাদ থেকে লাফ দেন। এ সময় পাশের একটি বাউন্ডারি দেয়াল ও বেলকনির সঙ্গে ধাক্কা লেগে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন । পুলিশ চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব গনমাধ্যমকে বলেন, পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। তবে ওই সময় বাঘমারা এলাকায় পুলিশের কোন টিম অভিযান পরিচালনা করছিল, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন। রাজুর মৃত্যুর বিষয়েও তিনি অবগত নন বলে জানান।
মন্তব্য