সব
সারাদেশে গত শুক্রবার থেকে কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সচিবালয়ে নতুন নির্মিত ১ নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। সচিবালয়ের পশ্চিম-উত্তর প্রান্তে অবস্থিত এ ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারিরা অফিস করেন। ফাটলের কারণে এ ভবনে অফিস করা কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই আতংকের কথা জানিয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) ১ নম্বর ভবনে ১০ তলায় ৯৩০ নম্বর কক্ষের দরজার নিচের দিকে উত্তর পাশের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা যায় । পলেস্তরা অনেকটাই খসে পড়ে গেছে। এ ছাড়া, দশম তলায় ১০০ নম্বর কক্ষের সামনের দেয়ালের মাঝামাঝি ফাটল দেখা গেছে। অথচ, ৪৬১ কোটি টাকায় নির্মিত এই নতুন ভবনে চালু হয়েছে এক বছরও হয়নি।
অন্য কয়েকটি ভবনেও এমন ফাটল দেখা গেছে। তবে সচিবালয়ের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদফতরের ইডেন বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন, এক নম্বর ভবনে ইটের নির্মিত ৫ ইঞ্চি দেওয়ালের কিছু কিছু স্থানে ফাটল ধরেছে। অন্য কয়েকটি ভবনেও এমন ফাটল রয়েছে। এটি ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়। শিগগির এ ফাটল মেরামত করা হবে।
এ প্রসঙ্গে গণপূর্ত ইডেন বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন গণমাধ্যমকে বলেন, ‘এক নম্বর ভবনের ফাটল তারা দেখেছেন। বিশেষজ্ঞরা এটি পরীক্ষা-নিরীক্ষাও করেছেন। ইটের তৈরি ৫ ইঞ্চি পুরু দেয়ালে এই ফাটলগুলো দেখা গেলেও পিলারসহ ভবনের যে মূল স্ট্রাকচার সেখানে এমন কোনও ফাটল হয়নি। তাই যে ফাটলগুলো দেখা গেছে, সেগুলো ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়।
প্রসঙ্গত, সচিবালয়ে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ২০ তলাবিশিষ্ট এক নম্বর ভবন। নির্মাণকাজ শেষ হওয়ার পর চলতি বছরের মে মাসে এ ভবনের কার্যক্রম শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্তব্য