সব
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুর থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামের মালিঝি ব্রীজের পাশে একটি পুকুর থেকে শফিকুল ইসলাম (৬০) নামে ওই ভিক্ষুকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে ৭ টার দিকে খাবার খেয়ে ভিক্ষার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়ে যান শফিকুল। রাতে তিনি আর বাড়ী ফেরেননি। বৃহস্পতিবার সকালে উপজেলার কাপাসিয়া এলাকায় একটি পুকুরে একটি মরদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। অজ্ঞাত মরদেহের খবর পেয়ে শফিকুলের ছেলে রাজিব মিয়া ঘটনাস্থলে এসে বাবার মরদেহ শনাক্ত করেন। পরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এবিষয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুপুরে খবর পেয়ে নালিতাবাড়ীর কাপাসিয়া এলাকার একটি পুকুর থেকে বৃদ্ধ শফিকুল ইসলামের লাশ উদ্ধার করি। শফিকুল ইসলামের ছেলে রাজিব মিয়া তার বাবার লাশ শনাক্ত করে। রাজিব মিয়ার কাছে জানতে পারি, তার বাবা বিভিন্ন এলাকায় ভিক্ষা করতো। পুকুর থেকে উদ্ধার করা লাশের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যয়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য