সব
আলম এশিয়া পরিবহনের ঘুমন্ত বাসচালক জুলহাসকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং দ্রুত খুনিদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বজন, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আজাহারুল আলম রিপন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন,বৈষম্যবিরোধী আন্দোলনের তাহসিনুল আবরার লিসান,এম শাহরিয়ার আহমেদ অশ্ররু, সাজিবুল ইসলাম সজিব,মাহবুব হাসান, সাদ উদ্দিন সাদিক,ইবনে কাসির তারেক,মাহমুদুল হাসান,কেপি আল আমিন,মামুনুর রশীদ প্রমুখ।
অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান বলেন, খুনিদের সঙ্গে কোনো ধরনের আপস নেই। খুব শিগগিরই সুখবর পাবেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা থানার ফটকে সমবেত হন। এ সময় ওসি তাদের আশ্বন্ত করে বলেন, যে পুড়িয়ে মানুষ মারে, তার সঙ্গে কোনো আপস নেই।
মানববন্ধনে বক্তারা বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং নৃশংস হত্যা। সিসিটিভিতে ফুটেজ থাকার পরও এখনো কাউকে গ্রেফতার করতে না পারা পুলিশের চরম ব্যর্থতা। হত্যাকারীরা এখনো অধরা যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মন্তব্য