সব
ছবি, সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির একটি গোপন কারখানা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে চালানো অভিযানে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যম কে অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান, বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামী সোমবারের (১৭ নভেম্বর) কর্মসূচিকে কেন্দ্র করে এই ককটেল তৈরি করা হচ্ছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশ সূত্র দাবি করেছে।
মন্তব্য