সব
শেরপুরের নালিতাবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো.ফাহিম চৌধুরীর পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা এ দাবি জানান।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নুরল আমিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।
মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ছিলেন,মো.দুলাল চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক তারা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো.ইলিয়াস খান, এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,মনোনয়ন বঞ্চিত এসব নেতারা বিএনপির দুর্দিনে দলের পাশে ছিলেন, কিন্তু ফাহিম চৌধুরী গত ১৭ বছর ধরে নেতাকর্মীদের খোঁজখবর রাখেননি। তাই এই আসনে প্রার্থী পরিবর্তন করা হলে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনটি বিএনপি সহজেই পুনরুদ্ধার করতে পারবে।
উক্ত দিবসের আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য