সব
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের (জোন—২) লীগ পদ্ধতিতে খেলার ৪র্থ দিনে কিশোরগঞ্জ বনাম নারায়নগঞ্জ এবং ময়মনসিংহ বনাম ঢাকা নারী দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৬ নভেম্বর) ব্র্যাক ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায়, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আয়োজিত প্রথম ম্যাচে দুপুরে নারায়ণগঞ্জ দলকে ৮—০ গোলে বড় ব্যবধানে হারিয়ে কিশোরগঞ্জ জেলা নারী দল জয়ী হয়েছে এবং দ্বিতীয় ম্যাচে বিকেলে ময়মনসিংহ বনাম ঢাকা দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় ড্র হয়েছে।
প্রথম ম্যাচে সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেছে কিশোরগঞ্জ নারী দলের শারমিন আক্তার এবং দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ঢাকা নারী দলের মুসরিফুন ফারিনা। উভয় দলের মধ্যে ৪ রাউন্ড ম্যাচের নির্ধারিত ৬০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করতে মাঠে দর্শক ছিলো প্রাণবন্ত। এসময় ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমীনসহ উভয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদী, দর্শক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টে ময়মনসিংহ জোন—২ ভ্যেনুতে ৫টি দল অংশগ্রহণ করে। আগামী ১০ নভেম্বর টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে।
মন্তব্য