সব
ফুলবাড়ীয়া প্রতিদিন ডটকম-এর সম্পাদক ও মার্কেটিং বিশেষজ্ঞ ড. জাহাঙ্গীর আলমকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার অন্যতম আসামি মিলনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বরুকা এলাকা থেকে এসআই লিটন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার বরুকা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে ড. জাহাঙ্গীর আলম সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় সন্ত্রাসীরা দাঁড়ালো দা দিয়ে তার মাথা ও পায়ে কুপিয়ে জখম করে এবং রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে।
হামলার সময় তার বাবা, মা ও ভাই বাধা দিতে গেলে তাদেরও নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়। ঘটনার দিন রাতে ড. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ জনকে আসামি করে ফুলবাড়ীয়া থানায় হত্যা-চেষ্টার মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. রুকনুজ্জামান বলেন, “হত্যা-চেষ্টা মামলার আসামি মিলনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হলো। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
মন্তব্য