সব
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা এলাকায় বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন হোটেল নিরিবিলির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. আব্দুল ওয়াদুদ (৫০)। তিনি লক্ষীপুর সদর উপজেলার পূর্ব দিঘলী ভুইয়া বাড়ির মৃত নজির আহাম্মদের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের ছতরবাজার এলাকায় মজিবর নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর গোয়েন্দা ও অভিযানিক দল জানতে পারে, রাজেন্দ্রপুর এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আব্দুল ওয়াদুদকে একটি দেশীয় একনলা বন্দুকসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, চামড়ার ব্যাগ ও নগদ ২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সম্প্রতি রাজধানীসহ সারা দেশে ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য