সব
ময়মনসিংহ ধোপাখলায় দাঙ্গা-হাঙ্গামা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এফআইআর নং-০৮, তারিখ ০১ সেপ্টেম্বর ২০২৫ এর আলোকে এজাহারনামীয় আসামি মোঃ সেলিম (৪৫) কে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তিনি মৃত শুকুর মিয়ার ছেলে ও বাঁশবাড়ী কলোনীর বাসিন্দা। গত ৭ সেপ্টেম্বর রাত ১১টা ১০ মিনিটে বাঁশবাড়ী কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার তদন্তে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাত ৯টা ১০ মিনিটে ধোপাখলা ও পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় সংঘবদ্ধ হয়ে একদল লোক পুলিশের কাজে বাধা সৃষ্টি করে, মোটরসাইকেল ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ বারবার অনুরোধ করলেও তারা দাঙ্গা চালিয়ে যায়। পরে ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করা হয়, তবে অনেকে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, ইট-পাথর, ধারালো চাঁপাতি, বাঁশের লাঠি এবং একটি ভাঙচুর হওয়া মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—গ্রেফতারকৃত আসামি
সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
মোঃ সেলিম ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করেছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
আদালতে প্রেরিত প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে গ্রেফতার আসামিকে জেল হাজতে রাখা প্রয়োজন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলেছে, পলাতক আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
মন্তব্য