সব
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অন্বেষণ উচ্চ বিদ্যালয় কৈয়ারচালা সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। ২৮ আগাষ্ট বৃহস্পতিবার সততা স্টোর উদ্বোধন করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এনও) মোহাম্মদ আরিফুল ইসলাম। সততা স্টোর উদ্বোধন করার পর প্রতিষ্ঠানে আয়োজনে শিক্ষার্থীদের অংশ গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন তরফদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলাম,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম,আল হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন খান।উদ্বোধন পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হলে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন তরফদার ও প্রধান শিক্ষক নিজাম উদ্দিন খান।
মন্তব্য