সব
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,সংগঠন ও ক্রীড়া ক্লাবের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। সোমবার (১১ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।এসময় উপজেলার ২৯ টি ক্রীড়া ক্লাব,ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে ক্রিকেট,
ফুটবল,ভলিবল,হ্যান্ডবল, দাবাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয় এ কারণে সরকারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল বলেন,তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি এসব খেলাতে অংশ নেবে তত তাদের মন মানসিকতা আরো ভালো হবে। তাই তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন,শিক্ষক মো.হারুন অর রশিদ প্রমুখ।
মন্তব্য