সব
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কর্তৃক জিএমপি গাজীপুরের বাসন থানা এলাকা হতে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মোস্তাফিজুর রহমান(২২)কে গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম ও আসামী মোঃ মোস্তাফিজুর রহমান(২২) উভয়েই একই কলেজে অধ্যায়রত হওয়ার সুবাদে তাদের মাঝে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠায় আসামী ভিকটিম কে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিত। এমন প্রস্তাবে ভিকটিম রাজি না হওয়ায় গত ২০/০৫/২৫খ্রি. রাত্রি ২১:০০ ঘটিকার সময় ভিকটিমের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় আসামি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান(২২) জোরপূর্বক ভিকটিমের বসদ ঘরে প্রবেশ করে ঘরের দরজা আটকিয়ে দিয়ে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক ত্রিশাল থানার মামলা নং-২৩, তারিখঃ ২২ জুলাই ২০২৫খ্রি. ধারা-৯(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২৫) রুজু হয়। এ ঘটনার পর সিপিএসসি, র্যার-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর সহযোগীতায় ০১ আগষ্ট ২০২৫ খ্রি. অনুমান ২১:১০ ঘটিকায় জিএমপি, গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ মোস্তাফিজুর রহমান(২২), জেলা-ময়মনসিংহ’কে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য