সব
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরের ৫ নংওয়ার্ডে ফুলবাড়িয়া থানার উদ্যোগে বিট পুলিশিংও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়িয়া পৌর সদরে মাদক হ্রাস পেয়েছে,কিন্তু চান্দের বাজার নিয়ে অভিযোগ আসছে।আপনারা মাদক জুয়া ছেড়ে দিয়ে যদি ভাল পথে আসতে চান তাহলে আপনাদের কে ফুল দিয়ে বরণ করা হবে। অন্যথায় ছাড় দেওয়া হবে না। রাত ১ টার পর দোকান খোলা রাখা যাবে না।আইন নিজের হাতে তোলে নিবেন না, সন্দেহ হলে ধরে সাথে সাথে থানাকে অবহিত করবেন।পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।ফুলবাড়িয়া উপজেলা কে মাদক মুক্ত করতে পারলে ফুলের মতো হবে ফুলবাড়িয়া।প্রধান অতিথি বক্তব্যে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. রুকনুজ্জামান এ কথা বলেন।
বিটপুলিশিং সফল করি স্মার্ট বাংলাদেশ গড়ি,বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি,বাল্য বিবাহ বন্ধ করি যৌতুক মুক্ত সমাজ গড়ি,আত্মহত্যা মহা পাপ জাতির জন্য অভিশাপ,জুয়া,মাদক নেশা রুখবো,সুস্থ্য সমাজ গড়বো এই প্রতিপাদ্যে রোববার বিকেলে ৫ নংওয়ার্ডের চান্দের বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।চান্দের বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. কবির হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চান্দের বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রুমেন মিয়া,বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সেলিম সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী মাও: গোলাম কবির।ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. রুকনুজ্জামান বৈঠকের পূর্বে চান্দের বাজার পরিচালনা কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন।
মন্তব্য