সব
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই গেছে। গতকাল রোববার (২৭ এপ্রিল) দুপুরে হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর-ঝালপাজা সড়কের আঁখি মডেল স্কুল সংলগ্ন মো. শাজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই শাজাহান মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে তিনটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বাড়ির মালিক মো. শাজাহান মিয়া দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান,”আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
ঘটনার সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করেন।
মন্তব্য