সব
মহাকালী গালর্স স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেনীতে অধ্যায়নরত শিক্ষার্থী অপহরণ মামলার মুলহোতা অমর সিংকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। শনিবার জেলার মুক্তাগাছা পৌর এলাকায় পাড়াটঙ্গি থেকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন জানান, শম্ভুগঞ্জ এলাকার হারুনুর রশিদের কলেজ পড়োয়া মেয়েকে
কলেজে আসা যাওয়ার পথে পার্শ্ববর্তী অমর সিং প্রেম নিবেদন সহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছে। কলেজ পড়োয়া ঐ মেয়েটি রাজি না হওয়ায় অমর সিং বেরোপয়া হয়ে উঠে। মেয়েটি এ ঘটনা তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে অমর সিংয়ের অভিভাবকদেরকে জানালে ডাহারা কোন সুরাহ না করে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের বাড়ী থেকে বের করে দেয়।
এদিকে গত ৬ এপ্রিল কলেজ পড়ুয়া মেয়েটি বাসা থেকে বের হলে আগে থেকেই উৎপেতে থাকা অমর সিং অজ্ঞাতনামা আরো ২/৩ জনের সহায়তায় তাকে জোর পূর্বক অজ্ঞাতনামা একটি হায়েজ গাড়ীতে তুলে অপহরন করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
এ ঘটনায় কলেজ ছাত্রীর পালক পিতা কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় ৭/৩০ ধারায় মামলা করেন। যার নং ২৮তা৯/৪/২৫ ইং। এ মামলায় পুলিশ সুপারের কঠোর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম এবং সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপারের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন ও এসআই মাসুদ জামালীর নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে।
শনিবার অপহরণকারী চক্রের মুলহোতা অমর সিংকে মুক্তাগাছা থেকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে। এসআই মাসুদ জামালী বলেন, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
মন্তব্য