সব
রাজধানীর বংশাল থানাধীন তাঁতিবাজার মোড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য (তেল, সাবান, চকলেট, পারফিউম, ফেসওয়াশ ও প্যান্টের কাপড়) উদ্ধার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।
রবিবার (৬ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করা হয়।
বংশাল থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে বংশাল থানার একটি টিম মাদক উদ্ধার ও ছিনতাই প্রতিরোধ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তাঁতিবাজার মোড় সংলগ্ন এসএ পরিবহনের স্টোর রুমের সামনে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় অবৈধ পণ্য নিয়ে আসা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করে থানা পুলিশ। এসব ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে তেল, সাবান, চকলেট, পারফিউম, ফেসওয়াশ ও প্যান্টের কাপড়। উদ্ধারকৃত এসব ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ ৫৩ হাজার টাকা। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৭ বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন বিদেশি পণ্য বাংলাদেশে নিয়ে এসে বিক্রয় করতো।
মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য