সব
ময়মনসিংহের হালুয়াঘাটে শাকুয়াই ইউনিয়নে সোনাই বিলে মাছ চাষীদের কাছে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ইউনুস ও তার অনুসারী এমদাদুল হক, আলমগীর হোসেন, আবুল হোসেন, আবুল কালাম ও রুহুল আমীন গংদের বিরুদ্ধে।
গতকাল (১০ ফেব্রুয়ারী) দুপুরে চেয়ারম্যান ইউনুসকে আওয়ামী দোসর ও চাঁদাবাজ আখ্যায়িত করে সোনাই বিলের পাড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিচার দাবী করেন ভূমির মালিক ও মাছ চাষীরা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ভূমির মালিক ও মাছ চাষীরা অভিযোগ করে বলেন, বিসমিল্লাহ মৎস্য খামারের সত্ত্বাধিকারী কামরুজ্জামান মাছ চাষে প্রায় কোটি টাকা বিনিয়োগ করার পর ১০ লাখ টাকা দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় বিষ প্রয়োগ করে মাছ নিধনের হুমকি প্রদান করে এবং সোনাই বিলে মাছ চাষী কামরুজ্জামানকে মারধর করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হামলার চেষ্টা করে। পরে ভুমির মালিক ও স্থানীয়দের সহায়তায় প্রানে বেঁচে যায়।
এসময় ভুমি মালিকরা বলে এই ভূমি ভাড়া দিয়ে আমরা সংসার চালাই, সন্তানদের লেখা পড়ার খরচ জোগাড় করি, মাছ চাষ করতে না পারলে আমরা চলব কিভাবে? বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চেয়ারম্যান ইউনুস আওয়ামী লীগের দোসর, আমরা তার অপসারণসহ বিচার দাবী করছি।
অপরদিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সোনাই বিলে চেয়ারম্যান ইউনুসের লোকজনকে নৌকা দিয়ে মহড়া দিতে দেখা যায়।
মাছ চাষী বিসমিল্লাহ মৎস্য খামারের সত্ত্বাধিকারী কামরুজ্জামান বলেন, সোনাই বিলের ভূমির মালিকদের কাছ থেকে প্রায় ৫০ একর ভূমি ৩শত টাকার স্ট্যাম্পে মাছ চাষের জন্য ভাড়া নিয়েছি। মাছ ছাড়ার পর থেকেই চেয়ারম্যান ইউনুস ও তার লোকজন ১০লাখ টাকা চাঁদা দাবী করছে। দাবীকৃত চাঁদার টাকা দিতে অনিহা প্রকাশ করলে আমি তাদের জন্য বিলে যেতে পারছিনা। প্রায় কোটি টাকা বিনিয়োগ করেছি মাছ চাষ করতে না পারলে পথে বসে যাব।
অভিযোগের প্রেক্ষিতে ইউনুস চেয়ারম্যানের মুঠোফোন যোগাযোগ করলে তিনি চাঁদাদাবীর বিষয় অস্বীকার করে বলেন, আমার কাছে একটি পক্ষ বিচার নিয়ে এসেছে আমি সমাধানের চেষ্টা করছি। আমি বিএনপির রাজনীতি করি, আওয়ামী লীগ করিনা। নৌকার মিছিল মিটিং এর ভিডিও চিত্রের কথা জানতে চাইলে তিনি বলেন, তখন নৌকার মিছিল মিটিং করেছি ইউনিয়নের লোকজনকে ভালো রাখার জন্য, এলাকার উন্নয়নের জন্য। এখন বিএনপি করেন কি এলাকার লোকজনকে ভালো রাখার জন্য এমন প্রশ্নের জবাবে ইতস্থতা বোধ করে তিনি বলেন, আমি উপজেলা বিএনপি’র সদস্য, আমার বাবাও বিএনপি করতেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, শাকুয়াই ইউনিয়নে সোনাই বিল নিয়ে কামাল এবং এলাকাবাসীর মাঝে একটা বিরোধ আছে। বিরোধকে কেন্দ্র করে কামাল ফিসারীতে আসলে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে মর্মে লিখিত অভিযোগ দায়ের করে। বিজ্ঞ আদালতে অনুমতি নিয়ে এসে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, দু’পক্ষকে নিয়ে বসার কথা, বসে আগে দুপক্ষের কথা শুনে সমাধান করব।
মন্তব্য