সব
ময়মনসিংহে অভিযান চালিয়ে সিটি করপোরেশনের (মসিক) সাবেক এক নম্বর প্যানেল মেয়র ও সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে নগরীর পাটগুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন।
তিনি বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাটগুদাম এলাকা থেকে তাকে বিএনপি পার্টি অফিস ভাংচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠালে ২৫ ডিসেম্বর জামিনে মুক্ত হয়ে পালিয়ে যান।
মন্তব্য