সব
ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নে রাজগঞ্জ সাহেব কাচারী বাজারে অবস্থিত লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি সেচ্ছাচারীতার অভিযোগ দীর্ঘদিনের।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাষ্ট্র সংস্কারের কাজের ধারাবাহিকতায় বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থী ও এলাকাবাসীরা অনিয়ম দুর্নীতি দূর করে স্বচ্ছতার দাবী জানান।
ন্যায্য দাবীকে ভিন্নখাতে প্রভাবিত করতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ভুল ব্যখ্যা দিয়ে নাটকীয় মানববন্ধন করিয়েছেন প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পার সাক্ষাৎকার নিতে গেলে ৭১ টিভিকে সাক্ষাৎকার দিয়েছি বলে তার বাবা বিদ্যালয়ের রেক্টর রফিকুল ইসলামসহ ছোট বোন সহকারী শিক্ষক রাবেয়া বেগম চামেলিকে নিয়ে দ্রুত বিদ্যালয় ত্যাগ করেন।
এর পরেই বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে আরেকটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা ও তার পিতা বিদ্যালয়ের রেক্টর রফিকুল ইসলামের নেতৃত্বে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে নাটকীয় মানববন্ধনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ৭দিনের মধ্য সেচ্ছাচারীতা অনিয়ম দুর্নীতি বন্ধ করে একটি জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তুলার আহবান জানান।
মানববন্ধনের বিষয়ে বিদ্যালয়ের রেক্টর রফিকুল ইসলাম মাস্টারের কাছে জানতে চাইলে তিনি বলেন এসব আমি কিছুই জানিনা। অথচ মানববন্ধনে নেতৃত্ব দিতে দেখা যায় ভিডিও ফুটেজে।
প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা’র সাক্ষাৎকার নিতে চাইলে তিনি বলেন সাক্ষাতকার দিতে আমি মানসিকভাবে প্রস্তুত নই, সাক্ষাৎকার দিতে পারব না।
বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি তথ্য নিয়ে আরও বিস্তারিত আসছে…
মন্তব্য