সব
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু টেবি ল ঘড়ি প্রতীকের ২৭নং ওয়ার্ডের নির্বাচনী প্রচার ক্যাম্প ফিরোজ লাইব্রেরী মোড় এলাকায় ইসলামী একাডেমির কেন্দ্রের অফিস উদ্বোধন করা হয়।
সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ বিকাল ৫ঘটিকায় ইসলামী একাডেমি কেন্দ্রের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
এসময় মহিউদ্দিন বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম, শওকত জাহান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, প্রচার সম্পাদক এবিএম নুরুজ্জামান খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, মহানগর যুব লীগের আহ্বায়ক শাহিনুর, ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের মোঃ আব্দুস ছালাম, নাসির আহমেদ, গোলাম মহিউদ্দিন, বিপ্লব, আব্দুর রহমান, বাপ্পি আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম মেয়র প্রার্থী হয়েছেন অথচ জেলা আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় না করেই তিনি প্রার্থীতা ঘোষণা করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, কমিটির সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে আমরা মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটুকে একজন নেতা বাদে সকলেই সমর্থন করেন।
তিনি আরও বলেন, আমরা কাউকে ব্যাক্তি আক্রমণ করে কথা বলিনা অথচ অনেকেই টিটুর নামে অপপ্রচার করে থাকেন। ডিজিটাল ময়মনসিংহ গড়ে তুলতে টিটুর বিকল্প নেই। প্রত্যেকেই টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
মন্তব্য