সব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিলো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে সাতক্ষীরার চারটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কাস পার্টি, জাকের পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৩৭ জন প্রার্থী।
এদের মধ্যে সাতক্ষীরা-০১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১২জন। ০২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১১জন। ০৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন এবং ০৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন।
সাতক্ষীরার ৪টি আসনে আওয়ামী লীগের সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী ১ আসনে এবং সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে সাতক্ষীরা ৩ আসনে। তবে সাতক্ষীরাতে বিএনপির এবং জাতীয় পার্টিও কোন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দেননি।
এবার সাতক্ষীরায় আওয়ামী লীগের দুইজন এমপি বাদ পড়েছেন। তাদের মধ্যে সাতক্ষীরা সদরের বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
প্রার্থীরা এসময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রার্থীরা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণের মাঝে একটা উৎসবমুখর আমেজ সৃষ্টি হয়েছে।
ছবি- সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট মনোনয়ন ফরম জমা করছেন আ.ফ.ম রুহুল হক এমপি।
মন্তব্য