সব
বিএনপি-জামায়াতের দেয়া অবরোধের প্রতিবাদে পিরোজপুরে আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণচূড়া মোড়সহ শহরের কয়েকটি জায়গায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা যুবলীগের সহ সভাপতি মো: জাহিদ হোসেন পিরু, শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মোল্লা, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সৈয়দ ইমরান উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা মো: আলিম সিকদার, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার রায়হান, মো: রাসেল সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা মো: সাইদ শেখ, স্বেচ্ছাসেবকলীগ পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ সোহেল উদ্দিন রুবেল, সহ সভাপতি মো: জুয়েল সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: জুনায়েদ রাসেল, স্বেচ্ছাসেবকলীগ পৌর শাখার সহ সভাপতি মো: হাসান আল মামুন, স্বেচ্ছাসেবকলীগ শারিকতলা ইউনিয়ন আহবায়ক মো: আসাদুল ব্যাপারীসহ বেশকিছু নেতাকর্মী।
জেলা যুবলীগের সহ সভাপতি মো: জাহিদ হোসেন পিরু বলেন, আওয়ামীলীগের সভা নেত্রী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে জামায়াত- বিএনপি অবরোধ ডেকেছে এই অবরোধ বানচাল করার লক্ষ্যে আমরা রাজপথে আছি। মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম, এমপি’র নেতৃত্বে আমরা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি এবং শান্তি সমাবেশের মাধ্যমে আমরা অবরোধকে প্রতিহত করবো।
মন্তব্য